সেরা ৩০টি গেম খেলে টাকা আয় বিকাশে 2024
মোবাইল দিয়ে ফাইবারে কাজ করে ইনকামগেম খেলে টাকা আয় বিকাশে 2024 সালে একটি জনপ্রিয় মাধ্যম। যে মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে বাড়তি আয় করার সুযোগ পাবেন। আমরা অনেকেই গেম খেলতে পছন্দ করি। কিন্তু গেম খেলার মাধ্যমে সময় অপচয় না করে যদি বাড়তি ইনকাম করা যায় তাহলে অনেকের উপকার হবে।
সম্মানিত পাঠক, আজকে আমরা আপনাদেরকে গেম খেলে টাকা আয় বিকাশে 2024 সালে পেমেন্ট কিভাবে নিবেন এবং তার আগে কোন গেম খেলে টাকা আয় বিকাশে 2024 সালে করা যায় এবং গেম খেলে টাকা আয় কিভাবে করবেন সে সম্পর্কে বিস্তারিত জানাব। তো যারা গেম খেলে টাকা আয় করতে চান তারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।
অনলাইন গেম
গেম খেলে কি টাকা ইনকাম করা যায়?
অনেকের মনে প্রশ্ন থাকে যে, গেম খেলে আসলেই টাকা ইনকাম করা যায় কিনা। কেননা আমরা সকলেই গেম খেলতে ভালোবাসি। কিন্তু অনেক ক্ষেত্রেই গেম খেলার জন্য আমাদের প্রচুর সময় নষ্ট হয়। পৃথিবীতে এ পর্যন্ত মানুষ গেম খেলে ১০ মিলিয়ন ডলার উপার্জন করেছে।
সুতরাং আমরা বুঝতে পারি যে, বর্তমানে অনেক গেম রয়েছে যেগুলো খেলার মাধ্যমে আমরা প্রচুর টাকা আয় করতে পারি। কিন্তু আপনাকে প্রথমে গেম খেলে টাকা আয় করার পদ্ধতি গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমরা এসব পদ্ধতি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাব।
অনলাইনে গেম খেলে টাকা আয় 2024 এ কিভাবে করবেন
গেম খেলে টাকা আয় বিকাশে 2024 সালে সম্ভব। বর্তমানে অনেক গেমার রয়েছে যারা গেম খেলার মাধ্যমে বিনোদন উপভোগ করে এবং পাশাপাশি এর মাধ্যমে উপার্জনও করে থাকে। তাহলে আপনি বসে থাকবেন কেন।
আপনিও চাইলে অনলাইনে গেম খেলে টাকা আয় করে সহজেই বিকাশে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। যদি আপনার সঠিক পদ্ধতি জানা থাকে তাহলে গেম খেলে টাকা আয় বিকাশে 2024 সালে অনেক সহজেই করতে পারবেন।
আপনি যদি গেম খেলে টাকা আয় করতে চান তাহলে প্রথমে আপনাকে গেম খেলার দক্ষতা অর্জন করতে হবে। তারপর কিছু পদ্ধতি অবলম্বন করে সেই গেমসগুলোর মাধ্যমে আয় করতে পারবেন। বর্তমানে অনেক জনপ্রিয় গেমস রয়েছে যার মাধ্যমে আপনি প্রতিদিন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এবং বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
তো চলুন অযথা বেশি কথা না বলে শুরুতে আমরা অনলাইনে কি কি গেম খেলে টাকা আয় করা যায় সেসব গেমের নাম জেনে নেই। তারপর আমরা গেম খেলে কিভাবে টাকা আয় করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আপনাকে জানাব।
কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে
বাংলাদেশের অনেক গেম রয়েছে যার মাধ্যমে আপনি ঘরে বসেই অতিরিক্ত ইনকাম করার সুযোগ পাচ্ছেন। যেসব জনপ্রিয় গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন এমন জনপ্রিয় ৩০টি গেম হল:
- পাবজি মোবাইল (Pubg Mobile)
- ফ্রী ফায়ার (Free Fire)
- লুডু কিং (Ludu King)
- এইট বল পুল (8 Ball Pool)
- ক্যান্ডি ক্রাশ (Candy Crush)
- কুইজ গেম (Quiz game)
- তিন পাত্তি গেম (Teen Patti)
- বাবল গেম (Bubble Shooter)
- এমপিএল গেম (MPL game)
- লুডু সুপ্রিম (Ludo Supreme)
- রাইজ অফ কিংডম (Rise of Kingdom)
- ক্ল্যাশ রয়্যাল (Clash Royale)
- রিয়েল রেসিং 3 (Real Racing 3)
- কুইজডম (Quizdom)
- হ্যাগো (Hago)
- কিউরেকা (Qureka)
- মানি বিঙ্গো ক্ল্যাশ (Money Bingo Clash)
- ইয়াটজি (Yatzy)
- এম ক্রিপ্টো (mCrypto)
- কল অফ ডিউটি (Call of Duty)
- উইনযো গেম (Winzo game)
- ড্রিম 11 গেম (Dream 11 game)
- ফিফা (FIFA)
- আরিনা অফ ভেলোর গেম (Arena of Valor game)
- মোবাইল লেজেন্ডস (Mobile Legends)
- বিগ-ক্যাশ গেম (Big Cash game)
- রজধান গেম (Roz Dhan game)
- কুইজিস্তান Quizistan
- ফার্স্ট গেমস (First games)
- Millionaire 2024: Trivia Game
উপরোক্ত গেম খেলার মাধ্যমে আপনি আয় করতে পারবেন। কিন্তু কিভাবে এসব গেম খেলে টাকা আয় করবেন বিকাশে 2024 সালে সে বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। তবে এসব বিষয়ে দক্ষতা অর্জন করা তেমন কোনো কাজ নয়। তো চলুন এখন আমরা আপনাকে জানাব।
গেম খেলে টাকা আয় বিকাশে 2024
অনেকেই অনলাইনে গেম খেলে টাকা আয় বিকাশে 2024 সালে করতে চায়। কিন্তু অনেকেই গেম খেলে টাকা আয় কিভাবে করবে তা জানেনা। তাদের জন্যই আজকের এই আর্টিকেল উপকারী হতে চলেছে।
তো চলুন এখন বিস্তারিত জেনে নেই কিভাবে আপনি অনলাইনে গেম খেলে টাকা আয় করতে পারবেন। নিচে অনলাইন গেম খেলার অ্যাপস (Apps) এবং আয় করার পদ্ধতি সম্পর্কে বলা হল:
পাবজি (Pubg) গেম খেলে টাকা আয়
আপনি যদি পাবজি মোবাইল গেম লাভার হন, আর এই গেম এই গেম খেলায় পারদর্শী হন তাহলে আপনি প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করতে পারবেন। pubg গেমে প্রতিদিন বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেই টুর্নামেন্টে আপনি যদি প্রথম হতে পারেন তাহলে বিজয়ী হিসেবে আপনাকে টাকা দেওয়া হবে।
এছাড়া কিছু কিছু টুর্নামেন্ট রয়েছে যেখানে আপনাকে ১০-২০ টাকা পরিশোধ করে জয়েন হতে হবে। আপনি যদি প্রথম হিসেবে বিজয়ী হন তাহলে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন।
আরও পড়ুন৫৪ কম্পিউটারের উপকারিতা ও অপকারিতা জানুন
আবার অনেক সময় বড় বড় টুর্নামেন্টও অনুষ্ঠিত হয় যেখানে আপনাকে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ফী জমা দিতে হতে পারে। আপনি যদি এইসব বড় বড় টুর্নামেন্টে বিজয়ী হন তাহলে আপনি কয়েক হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
আপনি যদি একজন দক্ষ pubg মোবাইল গেমার হয়ে থাকেন তাহলে এভাবে আয় করতে পারেন।
ফ্রী ফায়ার গেম খেলে টাকা আয়
ফ্রী ফায়ার গেম খেলেও টাকা আয় করা যায় পাবজি মোবাইল গেম এর মতোই। তবে এখানে প্রতি কিলের জন্য ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। কিল করা মানে হল অন্য কোন প্রতিপক্ষ প্লেয়ারকে মারা। এ ব্যাপারে যারা ফ্রী ফায়ার গেমার রয়েছেন তারা ইতিমধ্যে জেনেছেন বা জানেন।
ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনি শুনতে পাবেন প্রতি কিল করার জন্য ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দেওয়া হয় বিভিন্ন টুর্নামেন্টে। আপনি যদি প্রথম হিসেবে বিজয়ী হন তাহলে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত একটি টুর্নামেন্টে উপার্জন করতে পারবেন।
আরও পড়ুন টাকা ইনকাম করার অ্যাপ ২০২৪
আপনি যদি ফ্রী ফায়ার গেম ভালোভাবে খেলতে পারেন তাহলে এইসব টুর্নামেন্টে জয়েন হয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
8 Ball Pool গেম খেলে টাকা আয়
এটি অনেক জনপ্রিয় একটি গেম যার মাধ্যমে আপনি টাকাও ইনকাম করতে পারবেন। এই গেমে বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে যেখানে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে আপনি যদি জিততে পারেন তাহলে আপনাকে নগদ অর্থ প্রদান করা হবে।
আবার অনেকে রয়েছে বিভিন্ন ক্লাবে খেলার জন্য লোকজনকে ভাড়া করে। আপনি যদি 8 Ball Pool গেম অনেক ভালো খেলতে পারেন তাহলে আপনি তাদের জন্য খেলতে পারেন যারা আপনাকে ভাড়া করবে। এভাবে আপনি গেম খেলে টাকা আয় করতে পারবেন।
এছাড়া এই গেম খেলে প্রচুর কয়েন অর্জন করা যায়। এসব কয়েন কম্পিউটার এর মাধ্যমে আপনি বিক্রি করে আয় করতে পারবেন।
কুইজ গেম (Quiz game) খেলে অনলাইনে ইনকাম
বিভিন্ন কুইজ গেম খেলে টাকা আয় করা যায়। বর্তমানে কুইজ গেম খেলে আয় করার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কুইজ গেম খেলার মাধ্যমে টাকা ইনকামের পাশাপাশি অনেক জ্ঞান অর্জনও করা যায়। যেসব কুইজ গেম খেলার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন সেসব Apps এবং Website গুলোর নাম হল:
- Qureka
- Brainbaazi
- Quizistan
- Winzo Game
- TaskBucks
- MPL Game App
- Millionaire 2024: Trivia Game
এসব অ্যাপ এবং ওয়েবসাইটগুলোতে লাইভ কুইজ প্রতিযোগিতা হয়, যেখানে আপনি বিজয়ী হলে আপনাকে রিওয়ার্ড বা টাকা দেওয়া হবে। উপরোক্ত বিশ্বাসযোগ্য প্লাটফর্ম গুলোতে আপনি কুইজ গেম খেলে টাকা আয় করতে পারবেন যদি আপনি মেধাবী হয়ে থাকেন।
লুডু গেম খেলে টাকা ইনকাম
বর্তমানে অনেকেই লুডু গেম খেলে টাকা ইনকাম করে থাকে। এটি নিরাপদ হলেও অনেক সময় কিছু স্ক্যামারদের কবলে পড়তে হয়। চলুন বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। লুডু গেমসের অনেক অ্যাপ তৈরি করা হয়। যেখানে আপনি এবং আপনার প্রতিপক্ষকে কিছু টাকা জমা দিতে হয়।
ধরুন আপনি ৬০ টাকা জমা দিলেন এবং আপনার প্রতিপক্ষ ৬০ টাকা জমা দিল। তারপর এই লুডু খেলায় আপনি যদি বিজয়ী হন তাহলে ১০০ টাকা পাবেন। আর বাকি ২০ টাকা লুডু গেম অ্যাপের অ্যাডমিন পাবে।
এভাবে গেম খেলে আপনি সহজেই কিছু টাকা উপার্জন করতে পারবেন। তবে যেসব লুডো গেম অ্যাপ থেকে এভাবে উপার্জন করা যায় সেসব লুডু অ্যাপ কিছুদিন পর দেখা যায় যে গায়েব হয়ে গিয়েছে। অর্থাৎ বড় ধরনের টাকা আপনি যদি ইনভেস্ট করেন তাহলে সেটি ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক কম।
সুতরাং আপনাকে ভেবেচিন্তে লুডু গেম খেলে টাকা ইনকাম করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইউটিউবে গিয়ে যদি আপনি "লুডু গেম খেলে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট 2024" লিখে সার্চ দেন তাহলে বিভিন্ন চ্যানেল পেয়ে যাবেন যেই চ্যানেলের ডেসক্রিপশনে বিভিন্ন ধরনের লুডু গেমসের অ্যাপ পাওয়া যায়।
এসবের মাধ্যমে আপনি লুডু গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। তবে সতর্কতা অবলম্বন করাও জরুরী।
বাংলাদেশে গেম খেলে টাকা ইনকাম করার Apps
বাংলাদেশে গেম খেলে অনেকেই প্রতিদিন টাকা ইনকাম করছে। আপনিও যদি বিদেশি গেম খেলে টাকা আয় করতে চান তাহলে আপনাকে সেসব বিদেশি গেম খেলায় দক্ষ হতে হবে।
তবে বাংলাদেশে অনেক ছোট ছোট গেম রয়েছে যার মাধ্যমে আপনি কোন রকম দক্ষতা ছাড়াই কিছু টাকা ইনকাম করতে পারবেন। বাংলাদেশ গেম খেলে টাকা ইনকাম করার Apps গুলো হল:
- পাবজি মোবাইল
- ফ্রী ফায়ার
- লুডু কিং / লুডু সুপ্রিম
- এইট বল পুল
- Sweet Bitcoin - Earn Bitcoin!
ফ্রী ফায়ার, পাবজি, লুডু গেমের মাধ্যমে আপনি অনলাইন স্ট্রিমিং করে অথবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর যেসব গেম খেলে কয়েন উপার্জন করা যায়, যেমন Sweet Bitcoin - Earn Bitcoin! গেম।
এই গেম খেলার পর যখন আপনার প্রচুর পরিমাণ কয়েন উপার্জন হবে তখন আপনি কয়েন গুলোকে টাকায় রূপান্তরিত করে উইথ-ড্র করতে পারবেন। তবে অনেক কম পরিমাণ টাকা এখান থেকে পাওয়া যায়।
গেম খেলে বেশি টাকা আয় করার উপায়
সাধারণত গেম খেলে উপার্জন করার উপায়টি পেশা হিসেবে নেওয়া যায় না। কারণ এখানে প্রচুর সময় ব্যয় করতে হয় এবং তার বিনিময়ে আপনাকে অল্প কিছু টাকা দেওয়া হয়। আবার অনেক সময় আপনি হেরে গেলে টাকা নাও পেতে পারেন। কিন্তু বর্তমানে অনেক গেমার রয়েছে যারা গেম খেলাকে পেশা হিসেবে বেছে নিয়েছে এবং এর মাধ্যমে তারা প্রচুর টাকা ইনকাম করে থাকে।
কথাটি শুনে হয়তো আপনি অবাক হলেন। কিন্তু অবাক হওয়ার কিছুই নেই, আপনিও চাইলে অনলাইনে গেম এর স্ট্রিমিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে ফ্রী ফায়ার এবং পাবজি মোবাইল গেম খুবই জনপ্রিয়তা লাভ করেছে।
এছাড়া বিভিন্ন জনপ্রিয় অ্যাডভেঞ্চার গেম রয়েছে যা দর্শক দেখে উপভোগ করে। এজন্য আপনি জনপ্রিয় কিছু গেম লাইভে এসে দর্শকদের দেখিয়ে খেলতে পারেন এবং এসব ভিডিও আকারে রেকর্ড করে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করতে পারেন।
তারপর আপনি মনিটাইজেশন এর মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে সক্ষম হবেন। কিন্তু শুরুতে এর জন্য আপনার একটি গেমিং কম্পিউটার প্রয়োজন হবে। আর আপনাকে ভালো গেম খেলার এবং দর্শকদের সাথে ভালো ভাবে কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে।
গেম খেলে টাকা আয় করা হালাল নাকি হারাম
যারা মুসলিম ভাই এবং বোন রয়েছেন তাদের জন্য এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। কিছু গেম রয়েছে যা আপনার সময় নষ্ট করে এবং দুনিয়া ও আখিরাত হতে দূরে রাখে। আর যেসব গেমে অশ্লীলতা রয়েছে এমন গেম খেলা হারাম এবং এ সকল গেম থেকে উপার্জিত অর্থও হারাম।
আবার কিছু গেম রয়েছে যেখানে শিরক এবং কুফর এর দিকে মানুষকে আহবান করা হয় এবং ইসলাম বহির্ভূত কাজ করানো হয়। এজন্য যেকোনো গেম খেলার আগে একজন মুসলিমকে সতর্কতা অবলম্বন করা উচিত।
অন্যদিকে এমন কিছু গেম রয়েছে যেখানে আপনি অশ্লীল কিছু দেখতে পাবেন না এবং খারাপ কোনো কাজও করতে হয় না, এমন গেম জায়েজ রয়েছে। এসব গেম খেলে আপনার জ্ঞান বৃদ্ধি পায়। যেমন বিভিন্ন ধরনের কুইজ গেম। এরকম গেম খেলে টাকা উপার্জন করা জায়েজ বা হালাল।
FAQ: গেম খেলে টাকা আয় বিকাশে 2024 প্রশ্ন ও উত্তর
1. গেম খেলে টাকা আয় করার উপায় গুলো কি কি?
উত্তর: গেম খেলে টাকা আয় করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন গেমিং স্ট্রিমিং করে টাকা আয় করা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার মাধ্যমে টাকা আয় করা, কয়েন উপার্জন করে টাকা আয় করা ইত্যাদি।
2. গেমিং স্ট্রিমিং কিভাবে শুরু করব?
উত্তর: গেমিং স্ট্রিমিং করার জন্য আপনাকে শুরুতে একটি গেমিং কম্পিউটার এর প্রয়োজন হবে এবং একটি মাইক্রোফোন প্রয়োজন হবে। তারপর আপনি বিভিন্ন স্ট্রিমিং সফটওয়্যার ব্যবহার করে গেমিং স্ট্রিমিং শুরু করতে পারেন।
3. গেমিং স্ট্রিমিং করে কত টাকা আয় করা যায়?
উত্তর: গেমিং স্ট্রিমিং করে মাসে হাজার হাজার ডলার আয় করছে অনেকেই। তবে এটি নির্ভর করবে আপনার জনপ্রিয়তা, আপনার ভিউয়ার্স সংখ্যা এবং আপনার কন্টেন্টের মানের উপর।
4. উপার্জনের ক্ষেত্রে কি ধরনের গেম বেছে নেওয়া উচিত?
উত্তর: যেসব গেম খেলার মাধ্যমে আপনার সময় অপচয় হবে না এবং অশ্লীলতার দিকে আপনি ধাবিত হবেন না, উপার্জনের ক্ষেত্রে সেসব গেম আপনাকে বেছে নেওয়া উচিত।
5. গেম খেলে টাকা আয় করা হালাল নাকি হারাম?
উত্তর: অশ্লীল ছবি বা ভিডিও যুক্ত এবং সময় অপচয়-কারী গেম খেলা সম্পূর্ণ হারাম। এক্ষেত্রে আপনি কুইজ গেম খেলতে পারেন যেগুলো হালাল।
আমাদের শেষ কথা
আপনি যদি বিভিন্ন গেম খেলে সময় অপচয় করতে না চান তাহলে উপরে উল্লেখিত games গুলো আপনি খেলতে পারেন এবং কিছু টাকাও উপার্জন করতে পারেন। এই আর্টিকেলে আমরা যতগুলো গেমের কথা বলেছি সব গেম আপনি প্লে-স্টোর এ পাবেন। যদি না পান তাহলে গুগলে সার্চ দিলে অবশই পাবেন।
অনেক গেমস রয়েছে যেগুলো গেমসের আইডি বিক্রি করেও আপনি টাকা উপার্জন করতে পারবেন। যেমন ফ্রী ফায়ার, পাবজি মোবাইল, ক্ল্যাশ অফ ক্লানস ইত্যাদি।
তবে আমাদের পরামর্শ থাকবে আপনি গেম না খেলে আউটসোর্সিং করার মাধ্যমে টাকা ইনকাম করুন। যার মাধ্যমে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। সম্মানিত পাঠক গেম খেলে টাকা আয় বিকাশে 2024 সম্পর্কে আপনাকে বিস্তারিত জানিয়েছি।
আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। আজকের এই আর্টিকেলটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাকে অনেক ধন্যবাদ।
দি প্লেনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url